নিজস্ব প্রতিনিধি :রামপুরহাট- বীরভূম এদিন বীরভূমের নানুরে,১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের সভা করেন, নানুর ব্লকের তৃণমূলের কর্মীরা।
এদিন সভায় উপস্থিত ছিলেন, বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, জেলা সভাধীপতি বিকাশ রায়চৌধুরী, পঃবঃ সরকারের মৎসমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা ও অন্যান্য নেতৃত্ত্ববৃন্দ।
এদিন সভায় অনুব্রত মণ্ডল বলেন, কাল কনো বন্ধ হচ্ছে না বীরভূমে। লোকসভা ভোটে নানুর থেকে ৬০-৭০ হাজার ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস, এখানকার মানুষ উন্নয় দেখে ভোট দেবে তৃণমূলকে।