নিজস্ব প্রতিনিধি, আউশগ্রাম: – দুর্গাপূজার আগেই বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অনুর্বর জমিকে পাঁচনের বাড়ি দিয়ে উর্বর করে দেবার হুশিয়ারি দিয়েছিলেন।
সেজন্য ওনার কথামতো সভা করে আড়াই হাত সাইজের পাঁচনও বিলি করা হয়েছিল। তারপর গতকাল নানুরের বাসাপাড়ায় অনুব্রতবাবু বলেছিলেন, “কোনও জায়গায় কোমরে বাড়ি পড়বে, কোনও জায়গায় আবার পায়ে বাড়ি পড়বে,কোথাও আবার পাছায় বাড়ি পড়বে।
এভাবে নানা জায়গায় মিলেমিশে চলবে পাচনের বাড়ি। বাড়ি তো পড়তেই হবে, নাহলে ভালো জমি চাষ হবে কী ভাবে ?”।কিন্তু আজ তিনি সেই উর্বর জমি চাষ করতে সময় লাগলে চিকিৎসার উপায়ও বলে দিলেন অনুব্রতবাবু।
এদিন আউশগ্রামের ২ নম্বর ব্লকের সোয়াই গ্রামে সভা শেষে অনুব্রতবাবু বলেন, “পাঁচনের বাড়ি দিলে তারপর ডেটলও লাগিয়ে দিতে হবে।”
কিন্তু এই পাচন জিনিস টা আসলে কী?
প্রশ্নের উত্তরে অনুব্রতবাবু বলেন, “দুটো বড় লাঙ্গল,আর বড় পাঁচন চড়াম চড়াম করে পড়বে।”