নিজস্ব প্রতিনিধি : (সিউড়ি-বীরভূম):- সিউড়ি তে বারংবার হচ্ছে ডাকাতি। এদিন ভোর ৩ কে নাগাদ ফের সিউড়ির সুভাষ পল্লী তে ঘটলো ডাকাতির ঘটনা।
সুভাষ পল্লীর বাসিন্দা সুণীল চৌধুরীর বাড়িতে ভোর ৩ টে নাগাদ ডাকাতেরা হানা দেয় এবং সুনীল চৌধুরীর স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারি তে যা যা ছিলো সব জিনিস নিয়ে নেয়।
উক্ত বাড়ির মালিক জানান, ” আমার স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেওয়া হয় যে আলমারির সমস্ত কিছু বের করতে হবে নাহলে প্রাণ যাবে। তাই ছেলের বিয়ের গয়না সহ নগদ টাকা করে দিতে বাধ্য হয়।” সব নিয়ে ডাকাত দল চম্পট দেয়।
এরপর বাড়ির মালিক সিউড়ি থানার পুলিশ কে খবর দেয়। পরবর্তীকালে পুলিশ আসে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করে।