নিজস্ব প্রতিনিধি : বীরভূম : লোটাস মোড়ে একটি পথ দুর্ঘটনা ঘটে । তবু প্রশাসনের কোনো হেলদোল নেই ।
সেই দুর্ঘটনার রেস কাটতে না কাটতেই এদিন ফের তারাপীঠ রোড স্টেশন ঢোকার মুখে 60 নাম্বার জাতীয় সড়কে লরির সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাদের কে গুরুত্বর অবস্থায় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহত একজনের নাম শান্ত দাস
বয়স ৩৪ বছর, অপরজনের নাম পথিক মন্ডল বয়স ৫০ বছর। দুজনের বাড়ি তারাপীঠ রোড স্টেশন। এলাকায় যানযটের সৃষ্টি হয়। ঘটনা স্থলে রামপুরহাট থানার পুলিশ উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।