নিজস্ব প্রতিনিধি :বোলপুর, বীরভূম: – মাঠে গবাদিপশুর ঘাস কাটতে গিয়ে বিপদের সম্মুখীন হলো এক ছাত্রী।
আচমকা হোঁচট খেয়ে পড়ে গাল ফুঁড়ে ঢুকে গেল কাস্তে।ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধমকাপাড়া পঞ্চায়েতের ঘনশ্যামপুর গ্রামে। জখম ছাত্রীর নাম সমু মাল (১২)। সে ক্লাস ফাইভের ছাত্রী।
গুরুতর জখম অবস্থায় সমুকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার অস্ত্রোপচার হয়। এখন সে পুরোপুরি সুস্থ।
সমুর মা শাওনিদেবীর কথায়, ওনার মেয়ে সমু মাল গ্রামের এক মাঠে গবাদিপশুর ঘাস কাটতে যায় কাস্তে নিয়ে। তারপর সে আচমকা কাস্তে নিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় ও তার গাল ফুঁড়ে ঢুকে যায় কাস্তে।তড়িঘড়ি জখম অবস্থায় সমুকে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখানেই তার অস্ত্রোপচার হয়। যদিও সে এখনো পুরোপুরি সুস্থ।
রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসক বলেন,”সমু এখন সুস্থ। সমুর একটা অস্ত্রপচার হয়েছে। তবে সমুর ফেসিয়াল নার্ভের কতটা ক্ষতি হয়েছে তার জন্য কিছু পরীক্ষা করতে হবে। তবে সেই সব পরীক্ষা এই হাসপাতালে এখনও চালু হয়নি।”