এই মূহুর্তে বীরভূমে বোলপুর জাইবুনি বাসস্ট্যান্ডে অধিকাংশ বাস চলছে খোলা রয়েছে দোকানপাটও By News Editor - January 8, 2019 0 48 নিজস্ব প্রতিনিধি : বীরভূমে বোলপুর জাইবুনি বাসস্ট্যান্ডে অধিকাংশ বাস চলছে।কিছু বাস বন্ধ আছে। খোলা রয়েছে দোকানপাটও। কেন্দ্রের শ্রমিক নীতির বিরোধিতা করে দেশজুড়ে শুরু হলো ৪৮ ঘণ্টার সাধারণ ধর্মঘট। এই ধর্মঘট ডেকেছে বাম শ্রমিক সংগঠন গুলি।