নিজস্ব প্রতিনিধি: বর্তমানে মানুষ যখন নিজের টাই ভাবতেন ব্যাস্ত ঠিক তখনই জন্মদিন স্কলারশিপের টাকায় সমাজসেবায় এগিয়ে এলো এক যুবক। কলকাতার পিজি হাসপাতালের ফিজিক্যাল মেডিসিনের ছাত্র শুভদীপ কর্মকারের গত মাসের ২৭ তারিখে জন্মদিন ছিল কিন্তু পরীক্ষা থাকায় সেভাবে জন্মদিন পালন করতে পারেনি।
তাই আজ তার স্কলারশিপের টাকায় অভিনব উদ্যোগ নিলো সে। সে তার জন্মদিন উপলক্ষ্যে গতকাল পথ কুকুরদের খাওয়ানোর উদ্যোগ নিলো সে। এবং আজ সে বালুরঘাটের তিলোত্তমা হোমের ৭০ জন আবাসিককে দুপুরের আহারে ও বস্ত্রদান করল সে।
এছারাও একদম ব্যাক্তিগত উদ্যোগে সে একটা রক্তদান শিবিরের আয়োজন করল। এই শিবিরে প্রায় ১৭ জন রক্তদাতা রক্ত দান করেন। সম্পুর্ন ব্যাক্তিগত উদ্যোগে এই অনুষ্ঠান কে সাধুবাদ জানিয়েছে শহরের সাধারন মানুষ।