সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম : পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী আয়োজিত সারা বাংলা প্যারা পুরুষ এবং মহিলা ফুটবল, ভলিবল এবং কবাডি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় পুরুষদের ভলিবল এবং ফুটবলে চ্যাম্পিয়ান হল বীরভূম। কবাডিতে তারা রানার্স হয়।
অন্যদিকে কবাডিতে রানার্স হয় মহিলা দল। ২৩-২৪ ফ্রেব্রুয়ারী কলকাতার মুকুন্দপুরে ওই প্রতিযোগিতা হয়। ১৮ টি জেলা ওই খেলায় অংশগ্রহণ করে।
জেলা প্রতিবন্ধী সম্মিলনীর সম্পাদক মহঃ বদরুদ্দোজা জানান , ওই সাফল্য আমাদের জেলার মুখ উজ্বল করেছে। বীরভূম জেলা এখন ক্রীড়াতে অনেকটাই এগিয়ে তারই প্রমাণ পাওয়া গেলো ।