সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম: গতকাল বীরভূমের রামপুরহাট ২নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বসোয়া গ্রামের যুবকবৃন্দের পক্ষ থেকে বিকেলে মোমবাতি হাতে নিয়ে মৌনমিছল বের করে গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে জঙ্গী হানায় নিহত বীর জাওয়ানদের আত্মার শান্তি কামনার জন্য।
বসোয়া রাধামাধবতলা থেকে মৌনমিছিল শুরু করে গোটা গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় সেখানেই উপস্থিত হয় তারপর সেখানে এক মিনিট নীরবতা পালন করে এই মিছিল শেষ হয় ।