গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে জেলার চারটি মহকুমার জন্য ভ্রাম্যমান বায়ো ডাইজেস্টর শৌচাগারের উদ্বোধন হলো মঙ্গলবার।
চারটি মহকুমার জন্য এই শৌচাগার চালু হলেও বেসরকারি ক্ষেত্রে এই শৌচাগারকেও ভাড়া দেবে জেলা পরিষদ কর্তৃপক্ষ। কাটোয়া, কালনা, বর্ধমান উত্তর ও বর্ধমান দক্ষিণ মহকুমার জন্য চালু হল এই ভ্রাম্যমাণ শৌচাগার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা নির্মল বাংলা প্রকল্পের কো-অর্ডিনেটর তপন পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জানা যায়, প্রতিটি এই ভ্রাম্যমান গাড়িতে রয়েছে দুটি মহিলা ও দুটি পুরুষ শৌচাগার। বায়ো ডাইজেস্টর তৈরি হওয়ায় কোন দূষণের সম্ভাবনা থাকছে না। জেলা পরিষদ সূত্রে জানা যায়, প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে চালু হলো এই ভ্রাম্যমান বায়ো ডাইজেস্টর শৌচাগার।