সৌগত মন্ডল, (রামপুরহাট-বীরভূম):- চলতি মাসের ২ তারিখে জেলা সফরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি প্রশাসনিক বৈঠকে সরাসরি ধমক দিয়ে বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং কে বলেন যে, ” জেলায় প্রত্যেকটি থানার ব্যবস্থাপনায় সেফ ড্রাইভ সেফ লাইফ র্্যালি প্রচারের কোনো প্রভাবই পরেনি জেলাতে।
আর সেই প্রমাণ পাওয়া গেলো এদিন বীরভূমের রামপুরহাটের মনসুবা মোড়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ থেকে। সংঘর্ষে আহত হন চারজন। ঘটনাটি ঘটেছে ঠিক মুখ্যমন্ত্রীর সভার স্থলের ঢিল ছোড়া দূরত্বে।
স্থানীয় বাসিন্দাদের কাছে থেকে জানা যায়, দুটি বাইকের গতিবেগ বেশি থাকায় বাইক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে এবং তাদের কারোর মাথাতেই হেলমেট ছিলো না।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হয়। আহতদের কে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। বীরভূম জেলায় দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে, তবুও পুলিশ প্রশাসনের কোনো হেলদোল নেই।