নিজস্ব প্রতিনিধি : আজ মঙ্গলবার থানার বেড়াচাঁপা-পৃথিবা রোডের চক কলাপোল বাজারে ট্রাকের তলায় পিষ্ট হয়ে মারা গেছেন এক বাইক আরোহী।
দুটি বাইক রেষারেষি করার সময় একটি বাইকের চাকা পিছলে লরির তলায় পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মেকাইল মন্ডল (৪৫)। আজ সকাল নটা নাগাদ দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করেন।