অতনু গোস্বামী, নদীয়া : বেপরোয়া ভাবে বাইক চালানোর কারণে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত গৌরাঙ্গ সেত এলাকায়। মৃত যুবকের নাম সালাম শেখ(২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, কৃষ্ণনগর এক নম্বর ব্লকের অন্তর্গত কোতোয়ালি থানার দেপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সালাম সেখ আনুমানিক রাত নটা নাগাদ বেপরোয়া ভাবে বাইক চালিয়ে নবদ্বীপের দিকে আসছিল। পথে গৌরনগর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকটি সরাসরি একটি গাছে ধাক্কা মারলে গুরুতর আহত হয় সালাম।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় সালাম কে উদ্ধার করে স্থানীয় বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সালামকে।
চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় সালাম শেখের।