নিজস্ব প্রতিনিধি , বারুইপুর : বিরোধী প্রার্থীর বিরুদ্ধে, নয় তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকেই এবার লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার করবেন বলে জানিয়ে দিলেন এই কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
শনিবার সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর শহর থেকে তিনি প্রচার শুরু করেন পায়ে হেঁটেই। বারুইপুরের পদ্মপুকুর এলাকায় জেলা সিপিএমের দলীয় কার্যালয় থেকে এদিন প্রচার শুরু করেন বিকাশবাবু। তাঁর সাথে মিছিলে পা মেলান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ বহু সিপিএম কর্মী সমর্থকরা।
বিকাশবাবুর এই পদযাত্রায় মহিলা সিপিএম কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।