বিশেষ সংবাদদাতা : আবার শিরনামে আর্থিক তছরুপের নায়ক বিজয় মালিয়া। বুধবার সকালে তিনি একাধিক টুইট করেন।
যেখানে তিনি দাবি করেছেন, বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন নেওয়া সব টাকা তিনি ফিরিয়ে দিতে চান। মালিয়ার টুইটের পরেই হইচই পরে যায়। চায়ের দোকানের আড্ডা থেকে রাজনৈতিক আঙিনা, সব জায়গাতে একটাই আলোচনা।
বছর দুই আগে কিংফিশার কর্ণধার বিজয় মালিয়া, বিভিন্ন ব্যাঙ্ক লোনের টাকা পরিশোধ না করে দেশ ছেড়ে পালিয়ে যান। অভিযোগের আঙ্গুল ওঠে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুন জেটলির দিকে।
অভিযোগ জেটলি মালিয়াকে পালতে সাহায্য করেছে। বিজেপির বিরুদ্ধে তোপ দাগে কংগ্রেস। মালিয়ার আজকের টুইটের পর বিজেপি অনেকটাই ফ্রন্ট ফুটে।
বিজয় মালিয়া টুইটে দাবি করেছে, কিংফিশার এয়ারলাইন্স কে অনেক দামে জ্বালানি কিনতে হত। যার দম হত প্রায় ব্যারেল প্রতি ১৪০ ডলার। সংস্থাকে ক্ষতির হাত থেকে বাঁচাতে ব্যাঙ্ক থেকে টাকা লোন নিয়েছিলেন। এখন তিনি পুরো ১০০ ভাগ টাকা ফেরত দিতে চান।