বেঙ্গল ওয়াচ ডিজিটাল ডেক্সঃ ভূয়ো ডকুমেণ্ট বানানোর অভিযোগে গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ বনগাঁর পাইকপাড়া থেকে অরূপ বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করে৷
ধৃত ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি কম্পিউটার,একটি প্রিন্টার, বেশ কিছু জাল আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড ,পৌরসভা ট্রেড লাইসেন্স, মাধ্যমিকের সার্টিফিকেট, ধৃত ওই ব্যক্তি বলেন আদালতের মুহুরীরা এই তাকে দিয়ে করাতো। বিভিন্ন লোকের আসল সিল তুলে পরিবর্তন করে নকল ভোটার কার্ড বানাতো।