মদনমোহন সামন্ত : 10 মার্চ-এ মার্চপাস্ট ! তা-ও আবার “ভবিষ্যতের ভূত”এর অনির্ধারিত ভবিষ্যৎ জানা উপলক্ষে । রবিবারের পড়ন্ত বিকেলে “ভবিষ্যতের ভুত”এর জন্য দলে দলে মানবকূল ঢাকুরিয়া দক্ষিণাপন-এর পাশে মধুসূদন মঞ্চের সামনে জড়ো হতে চলেছেন । ভূষণ্ডির মাঠ নয়, তেনাদের গন্তব্য যোধপুর পার্কের তালতলা মাঠ। আগে থেকেই হেঁটোরা বলছেন — “আমরা হাঁটব দলে দলে, ছবি ফিরছে না কেন Hall-এ ? ” ।

লেফট-রাইট, লেফট-রাইট মার্চ করার জন্য বাম-ডান ভেদাভেদ ভুলে হন্টনে যোগ দিতে যাঁরা আহ্বান জানিয়েছেন, সেই প্রতিবাদী বিশিষ্টজনদের মধ্যে রয়েছেন — শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেন, মন্দাক্রান্তা সেন, আজিজুল হক, স্বপ্নময় চক্রবর্তী, কিন্নর রায়, অম্বিকেশ মহাপাত্র, অশোক গঙ্গোপাধ্যায়, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, সন্দীপ রায়, অপর্ণা সেন, সব্যসাচী চক্রবর্তী, শতরূপা সান্যাল, অলকানন্দা রায়, চন্দন সেন (বড়), সৌমিত্র চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, ওয়াসিম কাপুর, কমলেশ্বর মুখোপাধ্যায়, সমীর আইচ, এপিডিআর এবং অবশ্যই “ভবিষ্যতের ভূত” ছায়াছবির কলাকুশলীরা।

প্রসঙ্গত, “ভবিষ্যতের ভূত” ছায়াছবি মুক্তি পাওয়ার দিনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তাণ্ডবের পর থেকেই অদৃশ্য ভৌতিক প্রভাবে ছায়াছবিটির প্রদর্শন বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here