শিরোনামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের সাহেবগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চাষীদেরকে দেয়া হয়েছিল বিভিন্ন রকম ডাল ও তৈল বিচ একদম বিনামূল্যে। উদ্দেশ্য প্রান্তিক চাষিরা যাতে করে অর্থনৈতিক উন্নয়ন ঘটে।
পাশাপাশি এই ডাল শস্য চাষ করার ফলে বোরো ধানের চাষ অনেকটা কম হবে ।কারণ বড়ো চাষ করলে পানীয় জলের সমস্যা দেখা দিতে পারে আগামীতে। সেই কথা মাথায় রেখে সরকারিভাবে চাষীদেরকে বারবার সচেতন করা হয়েছে। এই ডাল শস্য চাষের ফলে সাহেবগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অনেক বোরো ধানের চাষ কম বলে মনে করছেন সাহেবগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের প্রধান। সরকারি সাহায্যে এই ডাল শস্য চাষ করতে পেরে খুশি এই অঞ্চলের চাষীরা ।
সাহেবগঞ্জ, নুরপুর ,শিকারপুর এই সমস্ত গ্রামগুলিতে ব্যাপক চাষ হয়েছে সরিষা ও ডালের। পঞ্চায়েতের প্রধান চায়না অধিকারী জানান, বর্তমান সরকারের উদ্যোগে বিভিন্ন ভাবে চাষীদের কে সাহায্য করা হচ্ছে। আমরাও পঞ্চায়েত গত ভাবে ওদেরকে বিনা পয়সায় ডাল ও তৈল বীজের বিজ প্রদান করি। খুব সুন্দর হয়েছে প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে চাষিরা লাভের মুখ দেখবে।