মদনমোহন সামন্ত: আন্তর্জাতিক নারী দিবসে কলকাতার সেন্ট্রাল এভিনিউ দেখলো “ভারতী-লকেট”! শুক্রবার আগামী লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার কয়েক ঘণ্টা আগে রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার ডাকা মিছিলে পাশাপাশি পা মেলালেন মহিলা মোর্চা সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী প্রাক্তন আই পি এস ভারতী ঘোষ।
মিছিলটি মুরলিধর সেন লেনে অবস্থিত রাজ্য বিজেপির সদরদপ্তর থেকে শুরু হয়ে সেন্ট্রাল এভিনিউ ধরে শ্যামবাজারে শেষ হয়। মিছিল শুরুর আগে লকেট চট্টোপাধ্যায় এবং ভারতী ঘোষ একসঙ্গে ত্রিশূল হাতে নিয়ে স্লোগান দেন।
মিছিলে এগিয়ে যেতে যেতে তৃণমূলের প্রতি কটাক্ষ করে লকেট বলেন , “মহিলাদের যারা সম্মান করে না তারাই ঘটা করে মিছিল করে। নারী নির্যাতনে দেশের মধ্যে এগিয়ে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে নারীদের সম্মান দেওয়া হয় না। নারীরা সব থেকে বেশি অত্যাচারিতা হন এখানে।”