অর্ণব মৈত্রঃ পড়াশুনার পাশাপাশি ছেলে মেয়েদের শরীল চর্চার জন্য এই ক্রীড়া প্রতিযোগিতার আয়জন করে থাকে বিদ্যালয় গুলি।
প্রথমে অঞ্চল ভিত্তিত পরে ব্লক ভিত্তিক তারপর মহাকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। ১০০, ২০০,৭৫ মিটার দৌড়, হাইজাম্প, লঙজাম্প, আলুদৌড়, যেমন খুসি তেমন সাজো, হাড়ি ভাঙা সহ বিভিন্ন রকম খেলা অনুষ্ঠিত হয় ভাঙড়ের ভোজের হাট মাঠে। ভাঙড়, সোনারপুর, বারুইপুর, কুলতলি, জয়নগর সহ বিভিন্ন জায়গায় প্রায় কুড়ি টি স্কুলের প্রায় ১০০ জনের বেশী প্রতিযোগি ও প্রতিজোগিনিরা অংস গ্রহন করেন।
আজ এই মহাকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট্য সমাজসেবী আরাবুল ইসলাম, ওহেদ আলি শেখ, বিদ্যালয় আবর পরিদর্শক মিরা গুপ্তা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা সহ ছাত্রীরা। ক্রীড়া প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বীতিয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরুস্কার বিতরণ করা হয়।