মদনমোহন সামন্ত : আজ শনিবার সকালে যাদবপুরের বিজয়গড়ের রামকৃষ্ণ পার্ক থেকে বিজয়গড় 10 নম্বর পুকুরপাড় যাওয়ার পথে একটি পূর্ণবয়স্ক মৃত পুরুষ ভামবিড়াল পড়ে থাকতে দেখা যায় ।
ভামবিড়ালটির মুখ থেকে লেজের ডগা পর্যন্ত দৈর্ঘ্য 4 ফুট । বেশ কিছুদিন ধরেই এলাকার বহু বাড়িতে ঝুড়িতে রাখা ডিম অথবা বাইরে রাখা মাছ উধাও হয়ে যাওয়া নিয়ে এলাকাবাসী ধন্দে ছিলেন।
সকাল থেকে প্রচুর উৎসাহী মানুষজন ভামবিড়ালটিকে দেখে গেলেও কোন রকম আঘাত না থাকা মৃত বিড়ালটি অন্তত দুপুর পর্যন্ত ওখানেই পড়ে ছিল। সকালে এবং দুপুরে পৌরসভার সাফাই কর্মীরা এলাকা পরিষ্কার করে গেলেও মৃত বিড়ালটিকে সরানোর কোন ব্যবস্থাই হয়নি।