নিজস্ব প্রতিনিধি: আজ কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে কোচবিহার পুলিশ লাইনের মোড়ে অনুষ্ঠিত হলো ভাই ফোঁটা উৎসব। এদিন মহিলা পুলিশ কনস্টেবলরা ফোঁটা দিলেন পথচারীদের।
এছাড়াও ফোটা পড়ানো হয়েছে হেলমেট পড়া বাইক চালক এবং হেলমেট বিহীন বাইক চালকদের। পুলিশের পক্ষ থেকে ভাইফোঁটা দেওয়ার সাথে সাথে তাদের খাওয়ানো হয় লাড্ডু।
হেলমেট বিহীন বাইক চালকদের আজ ভাইফোঁটা দেওয়ার সাথে সাথে তাদের সচেতন করা হয় তাহলে যেন হেলমেট পড়ে বাইক চালান। আজ হেলমেট বিহীন বাইক চালকদের সংখ্যা একদম কম ছিল। এছাড়াও সচেতন করা হয় গাড়ি চালকদের যারা সিটবেল্ট পড়ে ছিল না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ ,ডিএসপি ট্রাফিক চন্দন দাস, ট্রাফিক ওসি রাহুল তালুকদার এবং আরো অন্যান্য পুলিশ আধিকারিকরা।