নিজস্ব প্রতিনিধি, মালদা : বন্ধুদের নিয়ে বাড়িতে পিকনিক করতে বাধা দেওয়ায় দাদাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, রবিবার সকালে বামনগোলা থানার পাকুয়া গ্রাম পঞ্চায়েতের বিগলগড় গ্রামে।
অভিযুক্তর বিরুদ্ধে বামনগোলা থানায় অভিযোগ দায়ের। আশঙ্কাজনক অবস্থায় আহতর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতর নাম, বিধান মণ্ডল(৩২)।
অভিযুক্ত ভাষান মন্ডল পলাতক। জানা গিয়েছে, অভিযুক্ত ভাষান মন্ডল শনিবার রাতে বন্ধুদের নিয়ে পিকনিকের আয়োজন করেছিল বাড়িতে। সেই ঘটনায় বাধা দেয় দাদা। এই নিয়ে রাতে বচসা শুরু হয় দুই ভাইয়ের মধ্যে।
রবিবার সকালে বচসার জেরে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্ত চড়াও হয় বিধান মণ্ডলের উপর বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হয় বিধান। রক্তাক্ত অবস্থায় বিধানকে উদ্ধার করে তার পরিবারের লোকেরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অভিযুক্ত পলাতক। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।