নিজস্ব প্রতিনিধি: আজ থেকে মাদারিহাটে মধ্য খয়েরবাড়িতে শুরু হল সাতদিনব্যাপী শ্রীমদভাগবত মহাপুরাণ জ্ঞানমহাযজ্ঞ । এই উপলক্ষে আজ কলস শোভাযাত্রা বের হয় ।
কলস শোভাযাত্রায় এলাকায় এক হাজারের বেশি মহিলা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি মধ্য খয়েরবাড়ি থেকে শুরু হয়। যায় মাদারিহাট পর্যন্ত । এই শ্রীমদভাগবত মহাপুরাণ জ্ঞানমহাযজ্ঞকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে ।