নিজস্ব প্রতিবেদকঃ পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লকের ঝিলু 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চাষীদেরকে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছিল।
সরষে মুশুরি, খেসারি, ছোলা এই সমস্ত বিজ । পঞ্চায়েতের উপপ্রধান হেকমত আলী জানান, ঝিলু 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামের চাষীদেরকে পঞ্চায়েত থেকে বিনামূল্যে বীজ দেয়া হয়েছিল।
প্রায় 1200 কেজি বিভিন্ন ধরনের বীজ দেওয়া হয় পঞ্চায়েত থেকে। বনপাড়া খানাপারা নোয়াপাড়া এই সমস্ত গ্রামের চাষীদেরকে বীজ দেওয়া হয়।
চাষিরা জানিয়েছেন এই বীর পেয়ে তাদের এ বছরে ফসল হয়েছে দারুন কোনরকম প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে লাভের মুখ দেখবে চাষিরা।
পঞ্চায়েত প্রধান শিবানী মাঝি জানান, ব্লক কৃষি আধিকারিক আমাদেরকে বার্তা দেয়ে ছিলেন বোরো চাষ কম করার এবং চাষিরা যেন ডাল শস্য চাষ বেশি করে করে।
এবছর বোরো চাষ কম হয়ে ডাল শস্য চাষ হয়েছে আমার এলাকায়। চাষিরা আমাদের নির্দেশ মেনে ডাল শস্য চাষ করেছে, তাই আমার এলাকা চাষীদের কে ধন্যবাদ জানাই। শেখ জামিরুল জানান, পঞ্চায়েত নির্দেশ দিয়েছিল ডাল শস্য চাষ করা শুধু নির্দেশ দেয় নি বিনা পয়সায় বীজ দিয়েছিলেন, তাই ডাল শস্য চাষ করেছি লাভের আশা করছি।