সৌগত মন্ডল রামপুরহাট- বীরভূম :এদিন বীরভূমের মুরারই থানার অন্তর্গত ভাদিশ্বর গ্রামে মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, গত তিন মাস আগে ভাদিশ্বর গ্রামের বাসিন্দা বদু শেখ বয়স ৫৫ বছর তার স্ত্রী মটোরী বিবির সঙ্গে বদু শেখের বড়ো দাদা চাঁদু শেখের একটি অবৈধ সম্পর্ক ছিলো।
পরবর্তীকালে সেই সম্পর্কের কথা বদু শেখ জেনে ফেলে এবং ২৩/০৯/২০১৮ তাদের বাড়িতে একটি বড়ো ঝামেলার সৃষ্টি হয়। বদু শেখ মটোরী বিবি কে মারতে শুরু করে, তারপর বদু শেখের ছেলে মিছির শেখ বয়স ২৮ বছর সে নিজের মা কে মারা সহ্য করতে না পেরে বাবার গায়ে হাত তোলে।
পাশেই লাঙ্গলের একটি ফাল রাখা ছিলো সেটি মিছির শেখ তার বাবা কে উদ্দেশ্য করে মারে ফলে বদু শেখের গলার একটি শিরা কেটে যায় এবং তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। পরের দিন ২৪/০৯/২০১৮ চাঁদু শেখ, মিছির শেখ এবং মটোরী বিবি মৃত বদু শেখ কে কবর দিয়ে দেয়। এই খবর গোটা গ্রামে জানাজানি হয়ে গেলে মুরারই থানায় গ্রামবাসীরা একটি অভিযোগ দায়ের করে কিন্তু তাতে কোনো কাজ হয়নি বলে জানায় গ্রামবাসীরা।
পরবর্তীকালে তারা সিউড়ির মানবাধিকার কমিশনে গিয়ে পরামর্শ নেয়, মানবাধিকার কমিশন থেকে কোর্টে কেস করার পরামর্শ দেয় এবং রামপুরহাট কোর্টে এর ভিত্তিতে কেস হয়। এতোদিন ধরে কেস চলার পর অবশেষে কোর্ট মৃতদেহ তোলার অনুমতি দিয় এবং সেই অনুমতির ভিত্তিতে এদিন ২৮/১২/২০১৮ মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।