সৌগত মণ্ডল রামপুরহাট বীরভূম : চারিদিকে স্বচ্ছ ভারত ও নির্মল বাংলা গড়ার জন্য যে অভিযান চলছে ,তারই এক অন্য চিত্র দেখা গেলো বীরভূমে, ঝাড়ু হাতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী স্বচ্ছতার অভিযানে ব্যাস্ত।
তিনি যানান যে ,স্বচ্ছ্বতার এটি তৃতীয় অভিযান উপাচার্যের দায়িত্ব গ্রহনের পর।
তিনি এও যানান যে ,প্রতি ইংরাজী মাসের দ্বিতীয় বৃহষ্পতিবার অভিযান চলবে।
বিশ্বভারতীর পুরো শিক্ষাচত্বর সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে চান। ওনার এই উদ্যোগে হাত বারিয়ে দেন কলেজ-পড়ুয়া থেকে কলেজের শিক্ষক-শিক্ষীকাবৃন্দ।