সৌগত মণ্ডল রামপুরহাট- :বীরভূমের মৌরেশ্বর থানার,ধোবনন্দপুরের বাসিন্দা নিবারন (মূকবধির) দাসের সাথে বিয়ে হয়েছিল,বীরভূমেরই বেহিরা গ্রামের বাসিন্দা নিলিমা দাসের।
তাদের একটি কন্যা সন্তানও রয়েছে বছর দুয়েকের। এমত অবস্থায় দুজনেরিই মায়ের জেদে পরে বিছিন্ন হতে চলেছিল ২৩/১০/১৭ থেকে মুখবধির সংসার জিবন-যাপন।
বারবার পঞ্চায়েতর দ্বারস্থ হয়েও তেমন কিছু সুফল হয়নি তাদের । অবশেষে সাক্ষাত হয় নপাড়া মহিলা কল্যান সমিতির সাথে ২৪/১২/১৮ তারিখে এরপর উক্ত সমিতির সহযোগিতায় আবার এক হয়ে গেল ১০/০১/১৯তারিখে তাদের সংসার । তারা দুজনই এখন খুব খুশি।