নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট -বীরভূম : গতকাল বীরভূমে মহম্মদবাজারের শ্রীকান্তপুরে একটি জনসভায় বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডল বলেছিলেন, “পুলিশ বেইমানের জাত, মারুন কিছু হবে না”।
অপরদিকে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেছিলেন, “ভেঙে দিন, গুঁড়িয়ে দিন, প্রশাসন কিছু করতে পারবে না “।
পাশাপাশি বিজেপির রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা অনামিকা ঘোষ বলেছিলেন, “আমি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলছি, যদি কেউ বিজেপি কর্মীদের গায়ে হাত দেন, তাহলে হাত ভেঙে দেব।আর কেউ যদি বিজেপি কর্মীদের দিকে চোখ রাঙান তাহলে সেই চোখ আমি উপড়ে নেব”।
মহম্মদবাজারের ওই সভায় পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে। সেই অভিযোগে জন্যই ছজন বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে বীরভূম জেলা পুলিশ।
খবর সূত্রে জানা গেছে, লকেট চ্যাটার্জি ছাড়াও জেলা কমিটির সদস্য ফণীরঞ্জন রায়, বীরভূম জেলা সম্পাদক রামকৃষ্ণ রায়, ব্লক নেতা সন্তোষ ভাণ্ডারী ও নবকুমার মণ্ডল, সহ সম্পাদক কালোসোনা মণ্ডলের নামে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে বীরভূম জেলা পুলিশ আধিকারিকেরা।