সৌগত মন্ডল রামপুরহাট- বীরভূম :বছরের শুরুতেই লুঠ, গতকাল বীরভূমের রামপুরহাট থানার আখিরা গ্রামের SBI ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি হয়। সকালবেলায় দেখা যায় ব্যাংকের জানালা খোলা এবং ভিতরে সব কাগজপত্র অগোছালো।
লকার থেকে খুচরো পয়সা বের করে। জানালা ভেঙে ডাকাতেরা ডোকে, তার পর সিসি টিভি ক্যামেরা ডেকে দেয়।
আনুমানিক, 22 লাখ টাকা লুঠ করে বলে জানা যায়। ঘটনা সথলে রামপুরহাট থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করে।