সৌগত মন্ডল। রামপুরহাট- বীরভূম : বছরের শুরুতেই খেলার মেজাজে, রাজ্যের মুখ্যমন্ত্রী।
গতকাল বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত কামাড়পাড়া ভি-আই-পি মোড়ে এক বিরাট জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ফলে গতকাল রাঙাবিতান গেস্ট হাউজ়ে রাত্রিবাস করেন তিনি।
তার আগে সন্ধ্যায় ব্যাডমিন্টন খেলেন। আজ দুপুরে হেলিকপ্টারে করে তিনি কলকাতায় ফেরেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিয়ো তে দেখা যাচ্ছে শাড়ি, গায়ে একটা কার্ডিগান আর চাদর পরেই ব্যাডমিন্টন খেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিয়োটি শেয়ার করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমরা খেলা ভালোবাসি। এটা গ্রামের পরিচিত খেলা।”