নিজস্ব প্রতিনিধি :রামপুরহাট- বীরভূম ;শিবের জটায় গঙ্গাকে অবস্থান করতে দেখে ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন পার্বতী।
তাঁকে শান্ত করার জন্যে পার্বতীর শরীরের সঙ্গে মিলিত হন মহেশ্বর। একাংশে বর্তমান থাকে শিবের উপস্থিতি, অন্য অংশে বিরাজ করেন নারী শক্তি পার্বতী। আর এই দূর্গা শিবের সমন্বয়ে সৃষ্টি হয় বুংকেশ্বরী দেবীর।
বীরভূমের রামপুরহাটের বুংকেশ্বরী তলায় এ এই দেবীর পূজো উপলক্ষে একটি মেলা হয়। এই মেলা প্রায় ৩০০ বছরের প্রাচীন এই মেলা। মেলা প্রত্যেক বছর পয়লা মাঘ আয়োজিত হয়।
এখানকার মানুষেরা এই দেবী কে শক্তির দেবী বলে মনে করেন। এছাড়াও এই মায়ের মন্দিরের পাশাপাশি শ্মশানকালী, বিশালাক্ষী ও শিব মন্দির আছে। এই মেলা কে কেন্দ্র করে আশে পাশের গ্রাম গুলি থেকে বহু মানুষের সমাগম ঘটে।