নিজস্ব প্রতিনিধি : বীরভূম :১৯ শে জানুয়ারির বিগ্রেড সভার উদ্দেশ্য বীরভূমের বিভিন্ন স্থানে মিছিল বের হয়।
এদিন ১৭/০১/২০১৯ সাঁইথিয়া শহরে শুধু নয় সাঁইথিয়ার পার্শ্ববর্তী গ্রামের তৃনমূলের সদস্য বৃন্দ দের নিয়ে একটি র্্যালি বের হয়। মিছিল টি শুরু হয় সাঁইথিয়া তৃনমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শেষ হয় সাঁইথিয়া ইউনিয়ন বোর্ডে।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, সাঁইথিয়া পৌরসভার পৌরপিতা বিপ্লব দত্ত, টাউন প্রেসিডেন্ট পিনাকীলাল দত্ত এবং অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ।
এই মিছিলের মূল লক্ষ্য ছিল, সকল তৃনমূল কংগ্রেসের সদস্য বৃন্দ দের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ১৯ শে জানুয়ারির বিগ্রেড সমাবেশ মুখী করা।