নিজস্ব প্রতিনিধি : ট্রেনের লাইনে কাজ চলার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা রত যাত্রীগণ। বেশ কিছু দিন ধরে বর্ধমান,রামপুরহাট লাইনে কাজ চলার কারণে সমস্ত গাড়ি প্রায় ৩থেকে৪ ঘন্টা দেরি করছে।
আজ বর্ধমান, রামপুরহাট লোকাল বর্ধমানে 4:15 pm এ ছাড়ার সময় ঠিক সময় ছাড়লেও ট্রেনেটি গুসকরা স্টেশনে ২ঘন্টা দাড় করিয়ে রেখে দেওয়া হয়। যাত্রীরা নির্ধারিত সময়ে ট্রেনটি না ছাড়ার কারণে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ করেন। এই নিয়ে গুসকরা স্টেশনে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সেই স্টেশনের স্টেশন মাস্টার যাত্রীদের জানান ট্রেনের লাইনে কাজ চলার কারণে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়।
অবশেষে স্টেশন মাস্টার যাত্রীদের অভিযোগে হেড অফিসে যোগাযোগ করে। ট্রেনটিকে ছাড়ার অনুমতি দেয়া হয়।
যাত্রীদের বক্তব্য যে তারা অফিস থেকে বা নিজ নিজের কাজ থেকে গন্তব্য পৌছতে গেলে স্টেশন থেকে বাড়ি আবার বাস বা অটোতে যেতে হয় তবেই তারা নিজ নিজ গন্তব্য পৌছতে পারবে।