তারাশঙ্কর গুপ্ত ,বাঁকুড়া: গ্রামবাসীদের সহযোগিতায় একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল বনদফতর। মঙ্গলবার রাতে সোনামুখীর রাঙামাটি পঞ্চায়েতের জয়নগর গ্রামে একটি বিরল প্রজাতির কচ্ছপ ঢুকে পড়ে। গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেন বনদফতরে।
সোনামুখীর রেঞ্জ অফিসার শুভাশিস চক্রবর্তী জানান কচ্ছপটি উদ্ধার করে বনদফতরে রাখা হয়েছে। পশু চিকিত্সকরা দেখার পর গভীর জঙ্গলের জলাশয়ে ছেড়ে দেওয়া হবে। সামনেই দামোদর সেখান থেকেই কোন ভাবে চলে এসেছিল।