কানাই দেবনাথ : ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দ্বিনেশ ত্রিবেদীকে মানতে পারবেননা এমনটা প্রায় প্রকাশ্যেই জানিয়েছিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং।

প্রার্থী হতে চেয়েছিলেন নিজে । কিন্তু মমতা ব্যানার্জী দ্বিনেশকেই প্রার্থী করেন । শোনা যাচ্ছিল মমতা অর্জুনকে বুঝিয়ে ছিলেন কিন্তু বোধহয় অর্জুন বোঝেননি।

বুধবার রাতেই দিল্লি উড়ে গেছেন অর্জুন আর তাতেই আশংকা বাড়ছে তৃণমূলের । অর্জুন কি তবে বিজেপিতে পা বাড়িয়ে ?

ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিংকে বিজেপির প্রার্থী করার প্রস্তাব দিয়েছিলেন মুকুল রায় নিজে।

সেই প্রস্তাব পাওয়ার পরে অর্জুন নিজের দলের কাছে ব্যারাকপুর আসনে প্রার্থী হওয়ার দাবী জানান আর এও বলেন যে, অন্য কাউকেই তিনি ব্যারাকপুরে মেনে নেবেননা।

কিন্তু মনে করা হয়েছিল মমতা ব্যানার্জী বরফ গলাতে পেরেছেন। যদিও সেই বরফ গলেছে কিনা স্পষ্ট হয়ে যেতে পারে আজই ।

ভাটপাড়ার দাপুটে এই তৃণমূল বিধায়ককে নিয়ে শুরু হয়েছে ইত্যাদি নানা জল্পনা৷ এই জল্পনা আরও বাড়িয়ে তুলেছেন অর্জুন সিং নিজে৷ সূত্রের খবর, বুধবার রাতে তিনি দিল্লি উড়ে যান৷ তাঁর এই দিল্লি সফর নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন৷ সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে তিনি গেরুয়া নামাবলী গায়ে জড়াবেন৷

যদি সত্যি সত্যি অর্জুন সিং দল ছাড়েন তবে তার প্রভাব পড়বে নৈহাটি, হালিশহর, ভাটপাড়া ও বারাকপুর পুরসভাগুলিতে৷ কারণ তাঁর সঙ্গে রয়েছেন প্রায় পঞ্চাশ জন তৃণমূল কাউন্সিলরের সমর্থন৷ অর্জুন বিজেপিতে যোগ দিলে তারাও যে শিবির বদলাবেন তা বলাই বাহুল্য৷ অর্থাৎ লোকসভা ভোটের মুখে বারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলকে জোর ধাক্কা দেবে বিজেপি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here