বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর: তিনদিন আগে কলকাতা থেকে মিউজিক অ্যালবাম শ্যুটের জন্য একটি টিম যায় মন্দারমনি মোট চারজন আজ তাদের ফেরার দিন ছিল।
হঠাৎ করে ওই চারজনের মধ্যে একজনকে বন্দুক দেখিয়ে কিডন্যাপ করে নিয়ে যায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি৷ পুলিশকে জানান হয়েছে৷ অপহরণে কয়েক ঘণ্টার মধ্যে নৃত্য নৃত্য পরিচালক শ্রীকান্ত জার ওরফে প্রিন্স পশ্চিম মেদিনীপুরে খড়গপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত গাড়িটিকে আটক করেছে। যারা অপহরণ করেছিল শ্রীকান্ত জার পূর্ব পরিচিত বলে এমনটাই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। টাকা পয়সা সংক্রান্ত গণ্ডগোলের জেরে এমন ঘটনা! অপহরণকারী’কে গ্রেফতার করতে পুলিশ তল্লাশি শুরু করেছে। কাঁথি মহকুমা অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) শুভেন্দু কুমার বলেন ” অভিযোগ পাওয়া কয়েক ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে ।
