বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শহিদ স্মরণে একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে তুমুল উন্মাদনা। পিকনিক মুডে রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। নিউটাউনের রাম মন্দির প্যাঁচার মোড় থেকে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের ঢল।
তাঁবু টাঙিয়ে এলাহি খাওয়া-দাওয়ার আয়োজন। বসিরহাট, হাড়োয়া আন্দুলিয়া, রোহান্ডা, মধ্যমগ্রাম থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকেরা ভুরি ভোজের আয়োজন করেছেন। গ্যাস ওভেন জ্বালিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন চললছে। কোথাও রান্না হচ্ছে ভাত, ডাল, আলু, পটল, চিংড়ি, মুরগির মাংস। আবার কোথাও রান্না হচ্ছে, ভাত ডাল আলু পটল চিংড়ি,মটন এলাহী আয়োজন।
শিয়ালদহ স্টেশনে আগত কর্মী-সমর্থকদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই ব্যাপারটা নিজের তত্ত্ববধানে নিয়ে দেখভালের কাজে নেমে পড়েছেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি বলেন, ‘আমাদের একমাত্র দল, যাদের বুথ লেভেলের কমিটি রয়েছে। এটা কারওর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দিচ্ছেন, তা জানতেই এত কর্মীরা ছুটে আসছেন।’ জ্যোতিপ্রিয়র পাশেই বসেছিলেন জীবনকৃষ্ণ সাহাও। তিনি একুশের সভার দিনেও কেন্দ্রের দিকে বন্দুক তাক করে রয়েছেন। জীবনকৃষ্ণের অভিযোগ, ‘গত দু’দিন ধরে সময়ের আগেই ট্রেন স্টেশনে পৌঁছে যাচ্ছিল। আজ সময় পেরিয়ে গেলেও ট্রেনের দেখা নেই। সবাই সব কিছুই বোঝেন।’
