বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: হাত বদলের আগেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মুর্শিদাবাদে জলঙ্গি থানার কীর্তনীয়া পাড়া এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় দুটি দেশে তৈরি পাইপ গান , তিন রাউন্ড গুলি সহ দুজনকে গ্রেফতার করে জলঙ্গী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় পাচারের উদ্দেশ্যে এই সীমান্ত এলাকায় চারচাকা গাড়িতে ঘোরাঘুরি করা অবস্থাতে পুলিশের সন্দেহ হওয়ায় তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র তারপরেই তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন, শম্ভু বর্মন তাদের বাড়ি কোচবিহার জেলায়। ধৃতদের আজ পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠায় জলঙ্গি থানার পুলিশ। আর এই ঘটনা সঙ্গে কে বা কারা জড়িত আছে তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।
