বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:পুরুলিয়া: এই মর্মান্তিক ঘটনায় চারিদিকে শোকের ছায়া নেমে এসেছে। জানা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমেই হল কাল। তলিয়ে গেল বছর ১৫ এক যুবক। পাঁচ বন্ধুর সঙ্গে পুরুলিয়ার কাঁসাই নদীতে স্নান করতে গিয়েছিল বিকাশ দাস নামক এক যুবক। দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত কাঁসাই নদীতে। জানা যায়, পুরুলিয়া শহরের পাঁচ যুবক কাঁসাই নদীতে স্নান করতে গিয়েছিল, সেই সময় জলের তোড়ে বিকাশ দাস নামক এক ১৫ বছরের যুবক জলের তোড়ে ভেসে যায়। তার বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করেও তাকে আর খুঁজে পাওয়া যায় নি।
খবর দেওয়া হয় ওই যুবকের পরিবারে ও টামনা থানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় টামনা থানার পুলিশ। পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দল। যুবকের সন্ধানে তল্লাশি চালায় তারা। পরিবারের দাবি , খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিল বিকাশ। পরিবারের কেউই জানত না সে নদীতে স্নান করতে আসবে। বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে এই দুর্ঘটনা ঘটে। বিকাশ তলিয়ে যাওয়ার পর। তার এক বন্ধুই বাড়িতে খবর দেয়। তারপরই তারা কাঁসাই নদীর পাড়ে আসেন।
