বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:খুবই অনিচ্ছা সত্ত্বেও আদালতের নির্দেশে এবার ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে কলেজে কলেজে। ২০১৭ সালের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনও কলেজে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ২০২০-তে শেষবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছিল নির্বাচন। এবার হাইকোর্টের কড়া নির্দেশ আসার পর শাসক দল নড়েচড়ে বসেছে বলে সূত্রের খবর। গত বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছে, ২ সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ ভোট নিয়ে অবস্থান জানাতে হবে রাজ্যকে। আগামী কয়েক মাসের মধ্যেই ছাত্রভোটের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। সাংগঠনিক প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে।
চলতি বছর শেষ হওয়ার আগেই ছাত্রভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে টিএমসিপি। সদ্য কসবা আইন কলেজে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর নতুন করে ছাত্র ভোট নিয়ে চর্চা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, মনোজিত-কাণ্ড থেকে শিক্ষা নিচ্ছে টিএমসিপি। তাই ভোটের আগে নতুন ইউনিট তৈরি করা হচ্ছে। আগামী ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। তার আগেই সব অভিযুক্ত নেতাদের কলেজের ইউনিট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও টিএমসিপি সূত্রে খবর। ২৮ অগস্টের আগে সব কলেজে নতুন ইউনিট চালু হবে। আরও জানা যাচ্ছে যে, সেই ইউনিটে প্রথম বা দ্বিতীয় বর্ষের পড়ুয়ারাই কলেজের সভাপতি হবেন, তৃতীয় বর্ষের পড়ুয়ারা নয়। কলেজের টিএমসিপি সভাপতি হিসেবে ছাত্রীদের প্রাধান্য দেওয়া হবে। প্রত্যেক জেলায় একজন করে রাজ্য কমিটির অবজার্ভার নিয়োগ করা হবে।
