বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এই মামলায় ৯ জনকে দোষী সাব্যস্ত করে কল্যাণী এডিজে আদালত। মহারাষ্ট্র, হরিয়ানা ও গুজরাট থেকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হয় মোবাইল, ব্যাংক পাসবুক, চেক বই, প্যান কার্ড সহ একাধিক নথি। ১০০টি একাউন্ট সিজ করা হয়েছিল।
৪ লাখ টাকা সিজ করা হয়েছিল। ৬ নভেম্বর ২০২৪ সালে নদিয়ার কল্যাণী রাণাঘাট পুলিশের সাইবার থানায় ১ কোটি টাকার সাইবার প্রতারনার অভিয়োগ করে এক ব্যক্তি।
তারপরেই পুলিশ তদন্ত করে এই ১৩ জনকে গ্রেপ্তার করেছিল।
১. বিভাস চট্টোপাধ্যায় (সরকারি আইনজীবী)
২. সিদ্ধার্থ ধাপোলা (অতিরিক্ত পুলিশ সুপার, রাণাঘাট পুলিশ জেলা)
