বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:১.নির্বাচন কমিশনের বিহার মডেলকে ইস্যু করে ফের দিল্লি দখলের ডাক দিলেন। ইন্ডিয়া জোটেরও উল্লেখ করলেন। গতকাল সিপিএমকে আক্রমন করলেও কংগ্রেস নিয়ে নিরব থেকেছেন।

ফের কি জাতীয় রাজনীতিতে নিজেকে বিরোধী মুখ হিসাবে প্রতিষ্ঠার চেষ্টা মমতার? কংগ্রেস নিয়ে মমতার নিরবতা রাজ্যে নতুন কোনও সমীকরনের ইঙ্গিত ?

২.পরিযায়ী শ্রমিক নিয়ে সরব মমতা। কিন্তু বিভিন্ন রাজ্যে বাঙালী পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে মমতা সরকার কি করেছেন? আদৌ রাজ্য কোনও মেকানিজম তৈরি করতে পেরেছে ভিনরাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষা কর়তে?

৩.বন্যা নিয়ে ডিভিসি বনাম রাজ্যের চাপান উতোর চলছেই। ফের ডিভিসি-কে চিঠি রাজ্যের জল কম ছাড়়ার দাবি নিয়ে

৪.মালদহের তৃণমূল জেলা সভাপতি রহিম বক্সির হুমকি, খগেন মুর্মু এবং বিজেপি সমর্থকরা গ্রামে ঢুকলে হাত কেটে দিতে হবে। একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর নিদান তৃণমূল নেতার?

৫.শুভেন্দু অধিকারী বার বার দাবি করছেন, ভোট প্রক্রিয়ায় কেবল রাজ্য সরকারি কর্মী নয়, কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও সামিল করতে হবে। গতকালও সিইও অফিসে দাবি করেছেন, সিইও অফিসের কর্মীদের মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আনতে হবে। ভোট মেশিনারি দখলে আনতেই কি শুভেন্দুর এই দাবি?

৬.কয়েক দিন আগে পটাশপুরে হিন্দিভাষী লোকজন আক্রমনের মুখে পড়েছিল। কাল উত্তর প্রদেশের ভক্ত বোঝাই বাস তারাপিঠে আটকে দিল রাজ্য প্রশাসন। বিজেপি দাবি করছে গোটা বিষয়টা ইচ্ছাকৃত। কোথাও কি ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিফলন শুরু হয়েছে রাজ্যে ?

৭.বুধবার মমতার বাঙালি অস্মিতা এবং বঞ্চনার ন্যারেটিভ তৈরি করে দিলেন মোদী আসার আগেই। এর মোকাবিলা কী ভাবে মোদীর? হিন্দুত্ব আর ডাবল ইঞ্জিনের প্রতিশ্রুতি দিয়ে কি মোকাবিলা করা সম্ভব?

৮.ফের বিস্ফোরক হুমায়ুন, ১৫ আগস্ট পর্যন্ত যা চলছে চলুক তারপর বিভিন্ন বিধানসভায় নেমে ফুটবল খেলতে শুরু করব, যে যাকে পারবে গোল দেবে তারপর মাঠ ছাড়বে। কেন মুখ্যমন্ত্রীর নির্দেশিকার পরেও হুমায়ুনের এত বাড়বাড়ন্ত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *