বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। ভারতীয় সময় তিনটে বেজে এক মিনিটে পৃথিবীতে নেমে এল ড্রাগন। সময়টা এদেশের হিসেবে দুপুর হলেও ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে রাত। আর সেই রাতের অন্ধকারেই পৃথিবীতে ফিরলেন শুভাংশি শুক্লা। ক্যাপসুলের হ্যাচ খুলে বেরও করে আনা হয়ে তাঁদের। আপাতত বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হবে ঘরে ফেরা মহাকাশচারীদের। এদিকে তাঁর প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘরের ছেলে ঘরে ফেরায় আনন্দাশ্রু শুভাংশুর মায়ের চোখে। সোমবার পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী ও তাঁর সঙ্গীরা। অবশেষে এদিন নির্ঘণ্ট মেনেই ফিরলেন তাঁরা। একেবারে ঘড়ি মিলিয়ে প্রশান্ত মহাসাগরে নেমে এল তাঁর ক্যাপসুল।

এর প্রায় ৫০ মিনিট পরে হ্যাচ খুলে শুভাংশুদের ক্যাপসুল থেকে বের করা হল। এবার তাঁদের নানা শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এদিকে শুভাংশুর প্রত্যাবর্তনে প্রচণ্ড খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ঐতিহাসিক মহাকাশ অভিযান সেরে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে আমি দেশের সকলের সঙ্গে স্বাগত জানাই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিদর্শনকারী ভারতের প্রথম নভোচারী হিসেবে, তিনি তাঁর নিষ্ঠা, সাহস এবং অগ্রণী মনোভাবের মাধ্যমে কোটি কোটি মানুষের স্বপ্নকে অনুপ্রাণিত করেছেন। এটা আমাদের নিজস্ব মানব মহাকাশ অভিযান- গগনযানের দিকে এগনোর পথে আরেকটি মাইলফলক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *