বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: to পূর্ব বর্ধমান:না, ছট্টু একা নয়। তাকে নিয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমান শহরে বাজেপ্রতাপপুরের বাসিন্দা বিপ্লব দাস। সাধারণ মানুষকে সচেতন করতে প্রায়ই প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ রক্ষা,পথ নিরাপত্তা, সেফ ড্রাইভ সেভ লাইফের মতো কর্মসূচি পালন করা হয়। কিন্তু তার পরও অনেকেই দামি বাইক কিনলেও হেলমেট ব্যবহার করেন না, তাই এবার সচেতনতার বার্তা দিতে সাইকেল নিয়ে বর্ধমান থেকে লাদাখ যাবে ১৩ বছরের কিশোর। তার লক্ষ্য সাধারণ মানুষকে সচেতন করা। তাই এবার বিপ্লবের সঙ্গে সাইকেল নিয়ে বর্ধমান থেকে লাদাখ যাত্রা শুরু করেছে সেও। বাইক চালানোর সময় হেলমেট ব্যাবহার করুন ও পরিবেশ রক্ষা করুন, এই বার্তাকে সামনে রেখে লাদাখের উদ্যেশ্য রওনা দিল বর্ধমানের বিপ্লব ও ছোট্টু।জানা যায়, এই পথ যেতে মোট ৪৫ দিন সময় লাগবে। ছোট্টু সাইকেল নিয়ে লাদাখ পর্যন্ত পৌঁছতে পারলে,পশ্চিমবঙ্গের সেই সবচেয়ে ছোট কোনও সদস্য যে সাইকেল নিয়ে এতটা পথ অতিক্রম করে লাদাখের মাঠিতে পা দেবে। পরিবেশ সচেতনতার বার্তা দিতে এর আগে কখনও সাইকেল, তো কখনও ইলেকট্রিক বাইক নিয়ে হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল বিপ্লব। বিপ্লব প্রমাণ করতে চান, এই ধরনের যাত্রা শুধু বাস্তবসম্মতই নয়, বরং পেট্রোলচালিত যানবাহনের তুলনায় অনেক বেশি খরচ সাশ্রয়ী এবং দূষণমুক্ত।
