বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: একটু ঘুরিয়ে মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ এক হাত নিলেন বিজেপি থেকে তৃণমূলে যাওয়া নেতা কর্মীদের। দিলীপ ঘোষ বলেন, “একুশে জুলাই নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ তো প্রবল। সেটাই স্বাভাবিক। গুঞ্জন তো ছিলই। প্রত্যেকবারই থাকে। ডিমভাতের উৎসব হয়। কিন্তু আমি দেখলাম, এবার আমাদের পার্টির লোকেদেরও খুবই উৎসাহ ছিল। উৎসাহ তাঁদের মধ্যে ছিল, যাঁরা ওখানে ডিম ভাত খেয়ে এসেছেন। আমাদের বিজেপির লোকেদের কোনও সমস্যা নেই এই নিয়ে।” দিলীপের বক্তব্য, একুশের জুলাই নিয়ে জল্পনা তো মানুষে করবেই। কিন্তু বিজেপিরও অনেক সদস্যের উৎসাহ ছিল।
কয়েকদিন আগেই গুঞ্জন রাটেছিল যে ২১ জুলাই দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করবেন। তবে সে পথে হাঁটলেন না দিলীপ। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, দিলীপ ঘোষ কি তবে নতুন করে কিছু ভাবছেন! কিন্তু তার পরবর্তী পরিস্থিতিতে বিজেপির সদ্য নির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান দিলীপ। আর তারপরই সামাজিক মাধ্যমে পোস্টে বিজেপি নেতা সাফ জানান, একুশে জুলাই নিয়ে কোনও মাথাব্যথাই নেই!
