বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মুহূর্তে চাকরিরারা নবান্ন অভিযানে সামিল হয়েছে। চূড়ান্ত উত্তেজনা চারিদিকে। নবান্ন থেকে দু’কিলোমিটার দূরত্ব। ফলত নিরাপত্তা তো থাকবেই। ফোরশোর রোডে আপাতত দাঁড়িয়ে রয়েছে দু’মানুষ-সমান উঁচু গার্ডরেল। যাদের পা-গুলো আবার কনক্রিট দিয়ে রাস্তায় গাঁথা। যাতে কোনও রকম উত্তেজনাতেও সেই গার্ডরেল না সরে যায়। এছাড়াও হাওড়া থেকে আসা মিছিলকে সামাল দেওয়ার জন্য মোড়ে মোড়ে মোতায়েন হয়েছে পুলিশ বাহিনী। আকাশে উড়ছে ড্রোন। দাঁড়িয়ে জলকামান। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার নবান্ন অভিযান। প্রথমে চাকরিহারা শিক্ষাকর্মীরা। এবার রাজপথে চাকরিহারা শিক্ষকরা। সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-র আন্দোলনকারীরা। সময় মতো জড়ো হয়েছেন হাওড়া স্টেশনে। তারপর সেখান থেকে শুরু হয় মিছিল। পুলিশ মাঝ পথেই আটকে দিয়েছে মিছিল। তৈরী হয়েছে উত্তেজনা।
