বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ভয়ঙ্কর, গা শিউরে ওঠা। আবারও ধর্ষণের অভিযোগ। আবারও সেই কলকাতা। আরজি কর কাণ্ডের পর ১ বছরও কাটেনি। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। সাউথ ক্যালকাটা ল’ কলেজের ঘটনার পর এক মাসও ঘুরল না। এবার IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ।
ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিংয়ের নাম করে তাঁকে ডাকা হয়। অন্য কাজে দরকার আছে বলে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তাঁকে খাবার খেতে দেওয়া হয়। তখন তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। সেই অবস্থায় তাঁর উপর চলে শারীরিক নির্যাতন। ধর্ষণ করা হয় তাঁকে। নির্যাতিতার বয়ান অনুসারে, তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন। যখন সম্বিৎ ফেরে , দেখেন বয়েজ হস্টেলে পড়ে রয়েছেন তিনি। তখন তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করে। তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
নির্যাতিতার অভিযোগ, কাউন্সেলিং সেশনের নাম করে তাঁকে ডাকা হয়েছিল। বয়েজ হস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটর্স বুকেও সই করতে দেওয়া হয়নি তাঁকে। সেখানে পিৎজা এবং জল খাওয়ানো হয়, তারপরই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ। ধর্ষণে বাধা দিলে তাঁকে মারধরও করা হয় বলে নির্যাতিতার দাবি।
