বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দোষীদের ফাঁসির দাবিতে সরব এলাকাবাসীর সহ বিজেপি নেতৃত্বরা। পুরুলিয়া জেলার টামনা থানার চাকলতোড় গ্রামের এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে ৬ জনের বিরুদ্ধে। জানা যায় মোবাইল চুরির অভিযোগে চাকলতোড় গ্রামের বছর কুড়ির যুবক তাপস মহাপাত্রকে চাকলতোড় অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বাপন মহাপাত্র, সিভিক ভলেন্টিয়ার মলয় কুমার পৈতুনডি সহ চাকলতোড় গ্রামের আকাশ কৈবর্ত, এবং বলরামপুর থানার বড়ো উরমা গ্রামের বিভীষণ কৈবর্ত, বাপি কৈবর্ত ও রাধাকান্ত কৈবর্ত বাড়িতে এসে মারধর করে এবং বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে আহত যুবককে তারাই হাসপাতালে ভর্তি করে বাড়িতে খবর দেয়। হাসপাতালে মৃত্যু হয় তাপস মহাপাত্র নামে ওই যুবকের। তারপরে টাননা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। উক্ত ছয় অভিযুক্তদের মধ্যে একজন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেতা, তিনি আবার চাকলতোড় অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। একজন রয়েছে সিভিক ভলেন্টিয়ার। যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগ পাওয়ার পরে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে পুরুলিয়া জেলা পুলিশ। ওই ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মৃত যুবক তাপস মহাপাত্রের বাড়িতে শুক্রবার বিকেলে উপস্থিত হন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শংকর মাহাতো, বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতো, স্থানীয় বিজেপির মন্ডল সভাপতির বিকাশ রেওয়ানি সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। তারা তাপস মহাপাত্রের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন। বিজেপি নেতৃত্ব সহ গ্রামবাসীরা দাবি তোলেন, দোষীদের যেন ফাঁসি হয়।

যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা গ্রেপ্তার এর বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব লোচন সরেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌরব সিং তারা কেউই সাংবাদিকদের কাছে মুখ খুলতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *