বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ঝালদার গোপালপুর ও মশিনা গ্রামে পরপর দুটি মৌয়াল সাপ উদ্ধার করল বন দপ্তর। শুক্রবার ও শনিবার দুটি পৃথক ঘটনায় সাপগুলি উদ্ধার করে পাশের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যদিও মৌয়াল সাপ বিষহীন, তবুও এদের আকার বড় হওয়ায় ভয় পাচ্ছেন অনেকেই। বন দপ্তর সতর্ক থাকতে বলেছে এবং কোথাও সাপ দেখা গেলে দ্রুত খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
